ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আ’লীগ থেকে ২ প্রার্থীকে বহিষ্কার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
আ’লীগ থেকে ২ প্রার্থীকে বহিষ্কার

মধুপুর(টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগে আওয়ামী লীগের দুই নেতাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছেন দলের স্থানীয় কমিটি।

রোববার (২৪ এপ্রিল) রাতে মধুপুর উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাথমিকভাবে বহিষ্কৃতরা হলেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সাইদ খান সিদ্দিক ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. ফজলুর রহমান তালুকদার। তারা আসন্ন আলোকদিয়া ইউনিয়ন নির্বাচনে (৭ মে) দলের বাইরে থেকে প্রার্থী হয়েছেন।
 
দলীয় সূত্র জানায়, চতুর্থ ধাপে মধুপুরের ১১ ইউনিয়নের তিনটিতেই আগামী ৭মে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে আলোকদিয়া ইউনিয়ন পরিষদে দল প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে আবু সাঈদ তালুকদারকে (দুলাল তালুকদার)। দলীয় এ সিদ্ধান্তের বাইরে গিয়ে ওই দুইজন প্রার্থী হয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে জনসংযোগ ও বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন। যা দলীয় স্বার্থের পরিপন্থি। এ পরিস্থিতিতে মধুপুর উপজেলা আওয়ামী লীগ জরুরি সভা করে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু।  

উপস্থিত ছিলেন, সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী, বাপ্পু সিদ্দিকী, পরিমল কান্তি গোস্বামী, কাজী আব্দুল মোতালেব, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ফজলুর রহমান, মইনুল ইসলাম, ছাত্রনেতা শরীফ আহমেদ নাসির প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী চূড়ান্তভাবে বহিষ্কারের প্রক্রিয়া নেওয়া হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
এসআরএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ