ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

কেন্দ্র থেকে ময়মনসিংহ জেলা ও মহানগর আ’লীগের কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
কেন্দ্র থেকে ময়মনসিংহ জেলা ও মহানগর আ’লীগের কমিটি ছবি: অনিক-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ থেকে : কেন্দ্র থেকে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

তিনি বলেন, শিগগিরই সব জটিলতা অবসানের পর এ দুই কমিটি ঘোষণা করা হবে।

এ সময় ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন তিনি।

শনিবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।

এর আগে বিকেল সোয়া ৩টার দিকে নিজের বক্তৃতায় এক ঘণ্টার জন্য সম্মেলন মুলতবি ঘোষণা করেন সৈয়দ আশরাফ। পরে নির্ধারিত সময়ে আবারো মঞ্চে এসে তিনি জটিলতার কারণে কমিটি ঘোষণা করতে পারছেন না বলে জানান।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
এমএএএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ