ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

কালিয়াকৈরে আ’লীগের ৫ নেতা বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, মে ৩, ২০১৬
কালিয়াকৈরে আ’লীগের ৫ নেতা বহিষ্কার

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় আওয়ামী লীগের ৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (০৩ মে) বিকেল ৫টার দিকে কালিয়াকৈরের সফিপুর এলাকার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন সিকদারের বাসভবনে এক সংবাদ সম্মেলন করে ওই ৫ নেতাকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

বহিষ্কৃত নেতারা হলেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী অজিত কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. শামীম উজ্জামান, সদস্য মো. সোলায়মান এবং সদস্য মো. শাহাদাৎ হোসেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ০৩, ২০১৬
আরআইইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ