ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ইউপি নির্বাচন

ঝিনাইদহে ৭ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, মে ৬, ২০১৬
ঝিনাইদহে ৭ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম ছবি-বাংলানিউজটোয়েন্টিফার.কম

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গাড়িতে হামলা করে তার ৭ কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ মে) রাত ১১টার দিকে ওই ইউনিয়নের মদারবাজারে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, বাবলুর রহমান, হাফিজুর রহমান, এ্যামিল হাসান, আনোয়ার হোসেন, রুহুল হোসেন, লতা বিশ্বাস ও হুরাইরা বিশ্বাস।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, রাত ১১টার দিকে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল মাসুম নরহরিদ্রা গ্রাম থেকে নির্বাচনী গণসংযোগ শেষে বাড়ি ফিরছিলেন। পথে মদারবাজারে পৌঁছালে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থকরা মাসুমের গাড়িতে হামলা চালায়। এ সময় তার ৭ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়।

খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে ওসি জানান।

বাংলাদেশ সময়: ০৮৪১ ঘণ্টা, মে ০৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ