ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বঙ্গবন্ধুর মাজারে ১৭ ইউপি চেয়ারম্য‍ানের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, মে ২০, ২০১৬
বঙ্গবন্ধুর মাজারে ১৭ ইউপি চেয়ারম্য‍ানের শ্রদ্ধা ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানী  উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যানদের নিয়ে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান।

শুক্রবার (২০ মে) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

পরে পবিত্র ফাতেহা পাঠ করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতিয়ার রহমান মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ রবিউল ইসলাম শিকদার, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনসহ মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার ১৭টি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মে ২০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ