ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

গফরগাঁওয়ে নৌকা সমর্থককে কুপিয়েছে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, মে ২৪, ২০১৬
গফরগাঁওয়ে নৌকা সমর্থককে কুপিয়েছে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা ছবি - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে স্থানীয় চর আলগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা সমর্থক স্থানীয় ছাত্রলীগ নেতা নাদিম মাহমুদ পিয়াসকে (২৩) কুপিয়েছে বিদ্রোহী প্রার্থী দুলাল আকন্দের সমর্থকরা।

মঙ্গলবার (২৪ মে) দুপুরে ওই ইউনিয়নের একটি হাইস্কুলের মাঠের পাশে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রলীগ নেতাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ছাত্রলীগ নেতা নাদিম মাহমুদ পিয়াস অভিযোগ করে বাংলানিউজকে বলেন, এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে কাজ করার জন্য বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা আমার গতিরোধ করে ডান হাতে কুপিয়েছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, এ বিষয়ে তার কাছে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মে ২৪, ২০১৬
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ