ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

পীরগাছায় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, মে ২৭, ২০১৬
পীরগাছায় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

রংপুর: রংপুরের পীরগাছায় মো. রাসেল মিয়া নামে আওয়ামী লীগের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

তদন্তের স্বার্থে আটক দু’জনের নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৭ মে) দুপুরে পীরগাছার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।

বৃহস্পতিবার (২৬ মে) দিনগত রাত ৩টার দিকে পীরগাছা উপজেলার মনিরামপুর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেলের বাবার নাম মৃত নজরুল আমীন। পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে পুলিশ ধারণা করছে।

রংপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক বাংলানিউজকে বলেন, ‘গভীর রাতে ঘুম থেকে ডেকে নিয়ে বাড়ি থেকে ৫০ গজ দূরে ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা রাসেলকে খুন করে। ’ এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

শুক্রবার বেলা ১টার দিকে নিহত রাসেলের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, মে ২৭, ২০১৬/ আপডেট: ১২৩৯ ঘণ্টা

টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ