ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

লক্ষ্মীপুরে নৌকা প্রতীকের এজেন্ট আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, মে ২৮, ২০১৬
লক্ষ্মীপুরে নৌকা প্রতীকের এজেন্ট আটক ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের ভোটকেন্দ্রে ভোটারের হাত থেকে ব্যালট পেপার কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারার দায়ে মো. শাহ আলম নামে আওয়ামী লীগ প্রার্থীর এক এজেন্টকে  আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ মে) সকাল ৯টায় লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ২নং ওয়ার্ডের কুশাখালী দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটক মো. শাহ আলম কুশাখালী ইউনিয়নের কাঠালী গ্রামের নুরুল আমিনের ছেলে।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, অবৈধভাবে ব্যালটে সিল দেওয়ার দায়ে নৌকার এজেন্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সিল দেওয়া ব্যালট পেপারটি বাতিল করা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, মে ২৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ