ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

কুমিল্লায় যুবলীগ নেতা গুলিবিদ্ধ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, মে ২৮, ২০১৬
কুমিল্লায় যুবলীগ নেতা গুলিবিদ্ধ

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে মেঘনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আল-বাকি ‍শামীম (৩৮) গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (২৮ মে) দুপুর সোয়া ১টায় মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের করিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহত শামীমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে জানান স্থানীয় যুবলীগ নেতা মোস্তফা কামাল।

নির্বাচনে দায়িত্বরত পুলিশের ভ্রাম্যমাণ দলের পরিদর্শক একেএম মহসিন খান বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার বাংলানিউজকে জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মে ২৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ