ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান সৈয়দ আশরাফের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, জুন ৪, ২০১৬
দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান সৈয়দ আশরাফের

গাজীপুর: শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

শনিবার (০৪ জুন) বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় সৈয়দ আশরাফুল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আওয়ামী লীগ একটি শক্তিশালী সংগঠন। আপনারা শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যান। বঙ্গবন্ধুর সোনার বাংলা ইনশাল্লাহ আমরাই গড়তে পারবো, এটা আমি বিশ্বাস করি।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের সভাপতিত্বে প্রতিনিধি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট রহমত আলী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি আখতারউজ্জামান, জাহিদ আহসান রাসেল।

সভায় গাজীপুর সিটি করপোরেশন এলাকার ৫৭ ওয়ার্ডের প্রায় ২০ হাজার প্রতিনিধি অংশ নেয়। এর আগে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভায় যোগ দেন।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ