ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

রামগঞ্জ পৌর ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
রামগঞ্জ পৌর ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ রোববার (১২ জুন) রাতে এ কমিটি অনুমোদন করেন।

সোমবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

রামগঞ্জ উপজেলা যুবলীগের কমিটিতে এমরান হোসেন এমুকে আহ্বায়ক, সৈকত মাহমুদ সামছু ও মোস্তাফিজুর রহমান সুমন ভূঁইয়াকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

পৌর কমিটিতে মামুনুর রশিদ আখনকে আহ্বায়ক, সাখাওয়াত হোসেন রাজু ও মেহেদী হাছান ফয়সাল পাটওয়ারীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

২১ সদস্য বিশিষ্ট উপজেলা ও পৌর কমিটিকে আগামী তিন মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে সম্মেলন সম্মেলন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ