ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

মানিকগঞ্জে ১৪ দলের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
মানিকগঞ্জে ১৪ দলের মানববন্ধন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: দেশের বিভিন্ন স্থানে গুপ্তহত্যার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন করেছে ১৪ দলসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রোববার (১৯ জুন) দুপুরে ঘণ্টাব্যাপী মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জাসদের কেন্দ্রীয় সহ সভাপতি ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হেলাল উদ্দিন, সাবেক ক্রীড়া সম্পাদক সুলতানুল আযম খান আপেল, জাসদের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম হোসেন খান বাবু প্রমুখ।

এতে পৌর আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, সড়ক পরিবহন শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এনটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ