ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আ’লীগের ৬৮তম জন্মদিন, সফলতা কামনা বাকসু’র সাবেক জিএস’র

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
আ’লীগের ৬৮তম জন্মদিন, সফলতা কামনা বাকসু’র সাবেক জিএস’র

ঢাকা: আওয়ামী লীগের ৬৮তম জন্মদিন উপলক্ষে দলের সফলতা কামনা করেছেন বাকসু’র সাবেক জিএস এবং আওয়ামী লীগ নেতা, মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর।

শুক্রবার (২৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ১৯৪৯ সালের ঐতিহাসিক ২৩ জুন উপমহাদেশের অন্যতম প্রচীন সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়।

আওয়ামী লীগের ইতিহাস, বাঙালি জাতির অর্জনের ইতিহাস।

“আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন ১৯৭১ সালে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা লাভ। এর আগে ৫২’র ভাষা আন্দোলনসহ গণতন্ত্র অর্জনের সব আন্দোলন-সংগ্রামে দলটি ছিলো প্রথম কাতারে। রাজনৈতিক-কূটনৈতিক অনেক সাফল্যই এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে”।

বিজ্ঞপ্তিতে দলের আরও সফলতা কামনা করেন প্রদীপ রঞ্জন কর।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ