ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

রামগড়ে আ.লীগ অফিস ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
রামগড়ে আ.লীগ অফিস ভাঙচুর ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

রোববার (২৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পরে ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করে পুলিশ।

রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন বাংলানিউজকে বলেন, কোনো কারণ ছাড়াই রামগড় পৌর মেয়র কাজী শাহজাহান রিপনের লোকজন দলীয় অফিসে এসে ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে আমাদের চার নেতাকর্মী আহত হন।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে রামগড় পৌরসভার মেয়র কাজী শাহজাহান রিপন বলেন, আওয়ামী লীগ অফিসে কোনো হামলা-ভাঙচুর হয়নি। উল্টো আওয়ামী লীগের লোকজন তার দুই কর্মীকে মারধর করেছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সদ্য শেষ হওয়া রামগড় পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে মেয়র নির্বাচিত হন কাজী শাহজাহান রিপন। এরপর থেকে স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
এনটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ