ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ফুলছড়িতে ভিজিএফের চাল বিতরণ ডেপুটি স্পিকারের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জুলাই ৩, ২০১৬
ফুলছড়িতে ভিজিএফের চাল বিতরণ ডেপুটি স্পিকারের ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৩টি ইউনিয়নে ঈদ উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করেছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

রোববার (০৩ জুলাই) দুপুরে উপজেলার গজারিয়া, ফুলছড়ি ও ফজলুপুর ইউনিয়নের বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অতিদরিদ্র ১১ হাজার ১১টি পরিবারের মধ্যে জনপ্রতি ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এর মধ্যে গজারিয়া ইউনিয়নের ৩ হাজার ৩৩৩টি পরিবার, ফুলছড়ি ইউনিয়নের ৪ হাজার ৪৩টি পরিবার ও  ফজলুপুর ইউনিয়নে ৩ হাজার ৬৬৫টি পরিবারকে চাল দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিঠুন কুন্ডু, গজারিয়া ইউপি চেয়ারম্যান শামছুল আলম, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, ফজলুপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জালাল, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম লোকাল, ইউপি সদস্য ওহিদুল ইসলাম, জিহাদুর রহমান মওলা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ