ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ময়মনসিংহ-৩ আসনে জেলা আ’লীগের জনসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
ময়মনসিংহ-৩ আসনে জেলা আ’লীগের জনসংযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজিম উদ্দিনের পক্ষে জনসংযোগ করেছে জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

সোমবার (১১ জুলাই) দুপুর থেকে বিকেল নাগাদ উপজেলার কলতাপাড়া, কালীপুরসহ বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে এ প্রচারণা চালানো হয়।

এ জনসংযোগে নেতৃত্ব দেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা এবং ময়মনসিংহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ইকরামুল হক টিটু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন, শওকত জাহান মুকুল, অ্যাডভোকেট ফরিদ আহমেদ, ইউসুফ খান পাঠান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক মিলন পাঠান, জেলা আওয়ামী লীগ নেতা মামুনুর রায়হান অসীম, হুমায়ুন কবীর হিমেল প্রমুখ।

পরে নেতারা উপজেলার বঙ্গবন্ধু চত্বরে এক পথসভায় নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
জিসিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ