ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বঙ্গবন্ধুর সমাধিতে সর্ব ইউরোপীয় আ.লীগের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
বঙ্গবন্ধুর সমাধিতে সর্ব ইউরোপীয় আ.লীগের শ্রদ্ধা ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্ব ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে সংগঠনের সাধারণ সম্পাদক এম এ গনির নেতৃত্বে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

পরে পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা ইকবাল মিঠু, হিল্লুল বড়ুয়া, নরওয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, স্পেন আওয়ামী লীগ নেতা রিজভী আলম, হল্যান্ড আওয়ামী লীগ নেতা শাহাদৎ হোসেন তপন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে তারা বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন ও বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
এনটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ