ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বিএনপি-জামায়াতের প্ররোচনায় দেশে জঙ্গি কর্মকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
বিএনপি-জামায়াতের প্ররোচনায় দেশে জঙ্গি কর্মকাণ্ড ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি-জামায়াতের প্ররোচনায় কতগুলো জঙ্গি সংগঠন দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বক্তারা।

 

রোববার (১৭ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে বঙ্গবন্ধু সৈনিক লীগ আয়োজিত মানববন্ধনে বক্তারা এ অভিযোগ করেন।

‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে রুখে দাড়াও বাংলাদেশ’ শ্লোগান ধারণ করে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রে দেশে সন্ত্রাসী হামলা হচ্ছে। তাদের এ ষড়যন্ত্র নসাৎ করতে হবে। এ কারণে পাড়া-মল্লায় সন্ত্রাস বিরোধী কমিটি গঠনের মাধ্যমে সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

সংগঠনের কার্যকরী সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, ড. মোয়াজ্জোম হোসেন, শাজীন মনোয়ার হক, আলহাজ্ব শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক জিএইচএম কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
এমসি/জিসিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ