ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘জঙ্গি হামলায় জড়িতদের তথ্য আমাদের হাতে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
‘জঙ্গি হামলায় জড়িতদের তথ্য আমাদের হাতে’

ঢাকা: জঙ্গি হামলায় সরাসরি কারা জড়িত তাদের তথ্য সরকরের হাতে রয়েছে বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
 
শনিবার (২৩ জুলাই) জাতীয় প্রেসক্লাবের হল রুমে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত জঙ্গিবাদ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।


 
মন্ত্রী বলেন, গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলা এবং সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র একই সূত্রে গাঁথা। একটি গোষ্ঠি পরিকল্পিতভাবে এ ষড়যন্ত্র করছে।
 
জঙ্গি হামলার সঙ্গে বিএনপি-জামায়াত সরাসরি জড়িত এ তথ্য আমাদের কাছে রয়েছে। তা অচিরেই জাতির সামনে উত্থাপন করা হবে বলেও দাবি করেন এ নেতা।
 
তিনি বলেন, ইতোমধ্যে হামলার সব তথ্য আমাদের হাতে এসেছে। এজন্য নিশ্চিতভাবে আমরা বলতে পারি, সব একই সূত্রে গাঁথা।
 
সভায় সংগঠনের সভাপতি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
আরইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ