ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

রংপুরে ১৪ দলের জঙ্গি ও সন্ত্রাস বিরোধী জনসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
রংপুরে ১৪ দলের জঙ্গি ও সন্ত্রাস বিরোধী জনসভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: সারাদেশে জঙ্গি, সন্ত্রাস ও গুম-হত্যার বিরুদ্ধে জনসভা করেছে রংপুর জেলা ১৪ দল।

 

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে নগরীর জাহাজ কোম্পানির মোড় এলাকায় ১৪ দলের সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি এই জনসভার আয়োজন করে।

জনসভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. সাফিউর রহমান সাফির সভাপতিত্বে রংপুর জেলা ও উপজেলার ১৪ দলের নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের দিকে যাচ্ছে, তখন বিএনপি জামায়াত নৈরাজ্য সৃষ্টি করছে। ইতালি ও জাপানের নাগরিকদের হত্যা করে উন্নয়নে বাধা সৃষ্টি করার পাঁয়তারা করছে তারা।

বক্তারা আরো বলেন, ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। যারা প্রকৃত মুসলমান তারা কখনও মানুষ হত্যা করতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে জঙ্গি উৎখাতে রাজপথে নামার আহ্বান জানান ১৪ দলের নেতারা।

এ সময়, রংপুর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ ১৪ দলের নেতাকর্মীরা জনসভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
জিসিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ