ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

শোকাবহ আগস্ট

প্রথম প্রহরে বরিশালে মোমবাতি প্রজ্জ্বলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৫ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
প্রথম প্রহরে বরিশালে মোমবাতি প্রজ্জ্বলন

বরিশাল: শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বরিশালে মোমবাতি প্রজ্জ্বলন করে কর্মসূচি পালন করেছে মহানগর আওয়ামী লীগরোববার দিবাগত রাত ১২টা ১মিনিটে মহানগর আওয়ামী লীগের ৩০টি ওয়ার্ডের সভাপতি সম্পাদকদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

নগরের বিবির পুকুর পাড়ে ১৫ আগস্ট নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা ও বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর গাজী নইমুল হোসেন লিটু, মহানগর শ্রমিকলীগের সম্পাদক পরিমল চন্দ্র দাস, জাহিদুর রহমান মনির, জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন প্রমুখ।

এছাড়া একই সময়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা।

শেবাচিম হাসপাতালের বঙ্গবন্ধু ইন্টার্ন ডক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. নাসিম উদ্দিন, সাধারণ সম্পাদক অনুপ সরকার, কলেজ ছাত্রলীগ নেতা রাজু আহমেদ, নাহিদ হোসেনসহ নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ০৩৩২ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ