ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘বাড়িতে ঢুকতে দেয়নি জিয়াউর রহমান’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
‘বাড়িতে ঢুকতে দেয়নি জিয়াউর রহমান’

ঢাকা: বঙ্গবন্ধু হত্যার পর দেশে ফিরলে ধানমন্ডির বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

তিনি বলেছেন, আমি ফিরে আসার পরে আমাকে এ বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি।

এ বাড়িতে আমার বাবা-মা মারা গেছেন। আমি মিলাদ পড়বো, জিয়াউর রহমান সেখানে যেতে দেয়নি। রাস্তার ওপর বসেই শত বাধা অতিক্রম করে মিলাদ পড়তে হয়েছে।

শোকের মাস আগস্টের শুরুতে কৃষক লীগ আয়োজিত ধানমন্ডির বঙ্গবন্ধু জাদুঘরের সামনে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছে। এভাবেই হত্যার ষড়যন্ত্র ও খুনিদের মদদ দিয়েছে তারা। জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ছিলো, তাদের নতুন করে দল গঠন করে রাজনীতির সুযোগ দিয়েছিলো এরশাদ।

‘হাইকোর্টের রায়ে জিয়া, এরশাদের ক্ষমতা দখল অবৈধ। সেই সময় পরাজিত শ্রেণীর দোসররা বারবার আঘাত হেনেছে। এখনও তাদের উত্তরাধিকারীরাই বারবার আঘাত করছে। ’

শেখ হাসিনা বলেন, আমরা দুই বোন সব হারা হয়ে যাবো কখনও কল্পনাও করতে পারিনি। পরবর্তীতে বাংলাদেশের মানুষের ভালোবাসায় দেশে ফিরি। কিন্তু ততোক্ষণে তাদের কাউকে দেখিনি।

আলোচনা সভা শেষে শোক দিবস উপলক্ষে সোমবার (০১ আগস্ট) কৃষক লীগের উদ্যোগে এক রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন শেখ হাসিনা।

**‘কখনও ভাবিনি দুই বোন সব হারা হয়ে যাবো’

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
এমএ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ