ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ফরিদপুরে আওয়ামী লীগ কর্মী খুন, আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
ফরিদপুরে আওয়ামী লীগ কর্মী খুন, আহত ১০

ফরিদপুর: প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের আওয়ামী লীগ কর্মী মোকছেদ শেখ (৫৫)। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো দশজন।

 

নিহত মোকছেদ ওই গ্রামের মাসিম সেকের পুত্র।

ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির মো. সেলিম জানান, বুধবার (০৩ আগস্ট) সকালে পাশের গুণবহা ইউনিয়নের রেনিনগর গ্রাম থেকে শতাধিক লোক ঢাল-সড়কি নিয়ে মোকছেদ সেক ও হালিম সেকের বাড়িতে হামলা চালান। হামলাকারীদের ঢাল-সড়কির আঘাতে ঘটনাস্থলেই নিহত হন মোকছেদ।
 
তিনি জানান, রেনিনগর গ্রামের লোকজনের সঙ্গে মঙ্গলবার (০২ আগস্ট) ময়না গ্রামের লোকজনের পিকনিক নিয়ে মারামারি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রেনিনগরের লোকজন ময়না গ্রামে হামলা চালান।

তিনি বলেন, ওই হামলায় কমপক্ষে দশজন আহত হয়েছেন।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার আমিনুর রহমান বাংলানিউজকে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
আরকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ