ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

শোক দিবস উপলক্ষে আ.লীগের রক্তদান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
শোক দিবস উপলক্ষে আ.লীগের রক্তদান কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেটে রক্তদান কর্মসূচির আয়োজন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।  

রোববার (১৪ আগস্ট) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী স্বেচ্ছা রক্তদান কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

কর্মসূচির উদ্বোধন করেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্র, সামাজিক ন্যায় ও আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা। আমাদের উচিৎ তার হাতকে শক্তিশালী করা ।  

জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।  

দলের জেলা শাখার উপ-প্রচার সম্পাদক মস্তাক আহমদ পলাশ চেয়ারম্যানের পরিচালনায় অনুষ্ঠানে যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন।  

এ সময় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক সাইফুল আলম রুহেল, উপ দফতর সম্পাদক জগলু চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা বুরহান উদ্দিন আহমদ, সুহেল আহমদ সাহেল, মবশ্বির আলী, লিটন পাল, কবির আহমদ, মাহমুদুল করিম নেওয়াজ, মাহবুবুর রহমান জাকি, তানভীর রশিদ, রবিউর অল রাজ্জাক, আলিমুজ্জামান, মুরাদ আহমদ, জুবেল আহমদ, সুমন দেবনাথ, জয়দ্বীপ রায়, ইব্রাহিম আহমদ সুহেল প্রমুখ বক্তব্য দেন।  

এদিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়েও রোববার দুপুরে রক্তদান কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম।  

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় কুন্ড, ছাত্রলীগ সিকৃবি সভাপতি ডা. শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ডা. হৃত্বিক দেব অপু প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
এনইউ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ