ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করার দাবি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করার দাবি  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: বসতবাড়ি থেকে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সিলেটের তারাপুর এলাকার বাসিন্দারা।  

রোববার (১৪ আগস্ট) দুপুর থেকে নগরীর পাঠানটুলা পয়েন্ট, মদিনা মার্কেট পনিটুলা ও সুবিদবাজার এলাকায় অবস্থান নিয়ে এ দাবি জানান তারা।

 

কর্মসূচি শেষে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক খান রাজা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সাব্বির খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।  

তারাপুর মৌজায় বসবাসকারীদের ১৩ আগস্টের মধ্যে বাসা-বাড়ি ছেড়ে দিতে নোটিশ দেয় জেলা প্রশাসন।  

এ সময়ের মধ্যে দখল না ছাড়লে  গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ