ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বগুড়ায় শ্রমিক লীগের শোক শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
বগুড়ায় শ্রমিক লীগের শোক শোভাযাত্রা ছবি: আরিফ জাহান- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়ায় শ্রমিক লীগের উদ্যোগে শোক শোভাযাত্রা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে শহরের সাতমাথা সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে শোক শোভাযাত্রা বের করা হয়।

যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, জেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সামছুদ্দিন সেখ হেলাল, শহর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক তুফান সরকার, আলতাফ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন।

বাংলাদেম সময়: ১৬৪৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ