ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘চক্রান্তকারীরা আবার সক্রিয় হয়ে উঠেছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
‘চক্রান্তকারীরা আবার সক্রিয় হয়ে উঠেছে’

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তাই চক্রান্তকারীরা আবার সক্রিয় হয়ে উঠেছে।

তিনি বলেন, উগ্র মৌলবাদী গ্রুপ আবারো দেশকে অশান্ত করতে উঠেপড়ে লেগেছে।

আগামী কয়েক মাসে তারা দেশে ফের বোমাবাজি করে অস্থিতিশীল করার চেষ্টা করবে। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

বুধবার (২৪ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ নাগবাড়িতে সাধু নাগ মহাশয়ের ১৭০তম জন্মোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান আরো বলেন, কোন ধর্মেই বোমাবাজি করে মানুষ হত্যার কথা নেই। কিন্তু একশ্রেণির লোক বোমাবাজি করে মানুষ হত্যা করে কি ফায়দা নিতে চায় সেটা বোধগম্য না। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগুচ্ছে। এর আগেও তাকে অনেকবার হত্যার চেষ্টা করা হয়েছে। আমাদের ওপর বোমা হামলা করে চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে নেতাকর্মীদের হত্যা করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রামকৃষ্ণ মিশন ও মঠের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ। এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা পূজা উদযান পরিষদের সেক্রেটারি রনজিৎ মন্ডল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ