ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘খালেদা পরগাছার মতো বেঁচে থাকার চেষ্টা করছেন’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
‘খালেদা পরগাছার মতো বেঁচে থাকার চেষ্টা করছেন’ ছবি: রানা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: খালেদা জিয়া অন্যের ইস্যুকে হাইজ্যাক করে পরগাছার মতো বেঁচে থাকার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে আওয়ামী লীগের সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া আন্দোলনের কোনো ইস্যু না পেয়ে অন্যের ইস্যুকে হাইজ্যাক করে নিজের দল রক্ষার চেষ্টা করছেন। খালেদা সংবাদ সম্মেলনে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত চেষ্টা করছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে যারা রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে আন্দোলন করছেন, তাদের উদ্বেগ ও উৎকণ্ঠাকে আমরা স্বাগত জানাই। কিন্তু অতি উদ্বেগ ভালো না।

যারা এদেশেকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায়, তাদের হাতে হাতিয়ার তুলে না দেয়ার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান হাছান মাহমুদ।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
এসকে/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ