ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

দশম সংসদ নির্বাচন নিয়ে কথা বলার সুযোগ নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
দশম সংসদ নির্বাচন নিয়ে কথা বলার সুযোগ নেই

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই। ওই নির্বাচনে বিএনপি অংশ নেয়নি।

সেই ভুল সিদ্ধান্তের কারণে তারা ছিটকে পড়েছে।
 
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে ওই নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। তারা ভেবেছিল নির্বাচনে অংশ না নিয়ে জ্বালাও-পোড়াও করে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে সরকারের পতন ঘটানো যাবে।
 
তিনি আরো বলেন, জনগণ তাদের সেই ভুল কর্মসূচিতে সাড়া দেয়নি। সে কারণে আজ তারা রাজনীতি থেকে ছিটকে পড়েছে।

এ সময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ গিয়াস উদ্দিন পিন্টু, ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহামুদ, শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান খান টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ