ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আ’লীগ নেতা তারার দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
আ’লীগ নেতা তারার দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহ শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী আমিনুল ইসলাম তারার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বাদ জোহর কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন ঈদগাহ মাঠের ইমাম আব্দুল্লাহ আল মামুন।

বাদ আসর মাসকান্দা এলাকায় তৃতীয় নামাজে জানাজা শেষে তাকে মাসকান্দা পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।  

দ্বিতীয় জানাজার আগে মরহুমের প্রতি শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য শরীফ আহমেদ, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন তুহিন, জেলা প্রশাসক খলিলুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল, সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন খান দুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম মো. ওয়ালিদ, প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম খান প্রমুখ।

পরিবারের পক্ষে বক্তব্য দেন মরহুমের একমাত্র ছেলে রাফিউল আদনান প্রিয়ম ও বড় ভাই প্রকৌশলী নজরুল ইসলাম।

এর আগে বেলা ১১টায় নওমহল সানফ্লাওয়ার স্কুল মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

সোমবার ( ১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রকৌশলী আমিনুল ইসলাম তারা ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
এমএএএম/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ