ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বগুড়ায় রেলওয়ে শ্রমিক লীগের গণজমায়েত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
বগুড়ায় রেলওয়ে শ্রমিক লীগের গণজমায়েত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেললাইন নির্মাণ কাজ অবিলম্বে বাস্তবায়নের দাবিতে বগুড়ায় রেলওয়ে শ্রমিক লীগের উদ্যোগে গণজমায়েত করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রেলওয়ে স্টেশন এলাকায় এ গণজমায়েত অনুষ্ঠিত হয়।

রেলওয়ে শ্রমিক লীগের জেলা সভাপতি বেনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গণজমায়েতের বক্তব্য রাখেন- অত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, জেলা শ্রমিক লীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, সিপিবির জেলা শাখার সভাপতি জিন্নাতুল ইসলাম, জাতীয় শ্রমিক জোটের নেতা মকবুল হোসেন, জেলা যুব শ্রমিক লীগের সদস্য সচিব রাকিব উদ্দিন প্রামাণিক সূজা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
এমবিএইচ/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ