ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

সাভারে যুবলীগ নেতার মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
সাভারে যুবলীগ নেতার মরদেহ উদ্ধার

ঢাকা নর্থ ব্যুরো (সাভার): সাভারে ওয়ার্ড যুবলীগের সদস্য আল আরাফাত সজলের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) ভোরে উপজেলার কাউন্দিয়া সিংগাশ্বর গ্রামের তুরাগ নদীর পাশ থেকে হাত-পা ও মুখমণ্ডল বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত সজল বিরুলিয়া গ্রামের কৃষক ওম্মত মিয়ার ছেলে।

বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন বাংলানিউজকে জানান, গত ৩ অক্টোবর রাতে বাড়ি থেকে মোবাইল ফোনে সজলকে ডেকে নেন তার প্রতিবেশী শাহাজ উদ্দিনের ছেলে রকি। কিন্তু দুইদিন তাকে না পেয়ে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার পরিবারের সদস্যরা।
 
এদিকে এ ঘটনায় সকালে এলাকাবাসী হত্যাকারী রকিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।  

পুলিশ বলছে, পূর্ব শক্রতার জের ধরে সজলকে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, এরই মধ্যে রকিকে আটক করা হয়েছে। ঘটনা তদন্ত করে বাকিদেরও গ্রেফতার করা হবে।  

এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০৭৫৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
এসএন/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ