ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘বঙ্গবন্ধুর কাছে হেরে গেছে ষড়যন্ত্রকারীরা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
‘বঙ্গবন্ধুর কাছে হেরে গেছে ষড়যন্ত্রকারীরা’ ছবি: শাকিল আহমেদ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বঙ্গবন্ধুর কাছে হেরে গেছে পরাজিত শত্রু তথা ষড়যন্ত্রকারীরা। আর এখন সেই পরাজিত শত্রুরা বর্তমান সরকারের বিরোধীতা করছেন।



শুক্রবার( ৭ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বঙ্গবন্ধু পরিষদ ‘বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশকে নিয়ে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তা এখন বাস্তবায়ন করছেন শেখ হাসিনা। শেখ হাসিনা নিজের জীবন বাজি রেখে উন্নয়ন করে চলেছেন। যারা এই উন্নয়ন চায়নি, তারা ক্রমাগত দেশের উন্নয়নের বিরোধীতা করছে। কারণ তারা দেশের ভালো চায় না, পরাজয় মানতে না পেরে তারা দেশকে পেছনের দিকে টেনে ধরছে।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মকসুদ কামাল, ঢাবি ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক আ. ব. ম. ফারুক, ঢাবি ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আশফাক হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. অরুণ কুমার, বাংলাদেশ অভ্যন্তরীণ যাত্রী কল্যাণ সংস্থার চেয়ারম্যান মাহবুব উদ্দিন (বীর বিক্রম), জাতীয় শ্রমিক লীগ গুলশান অঞ্চলের সভাপতি তাওহীদ খান, কৃষি ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. লিয়াকত হোসেন মজুমদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৬
এসজে/এটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ