ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

নারায়ণগঞ্জ জেলা আ’লীগের আংশিক কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
নারায়ণগঞ্জ জেলা আ’লীগের আংশিক কমিটি গঠন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ কমিটি গঠনের বিষয়টি বাংলানিউজকে জানান।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই ও সাধারণ সম্পাদক হিসেবে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলকে মনোনীত করা হয়েছে। এতে সহ-সভাপতি পদে রয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।

রোববার (৯ অক্টোবর) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, কমিটি ঘোষণার বিষয়টি পরে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৬
এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ