ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

গোপালগঞ্জে ছাত্রলীগের ৩ ইউনিটের কমিটি ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
গোপালগঞ্জে ছাত্রলীগের ৩ ইউনিটের কমিটি ঘোষণা

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর থানা শাখা, সরকা‌রি বঙ্গবন্ধু কলেজ শাখা ও পৌর শাখা ছাত্রলীগের নতুন ক‌মি‌টি ঘোষণা করা হয়েছে।
 
মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে জেলা ছাত্রলীগের সভাপ‌তি আব্দুল হা‌মিদ ও সাধারণ সম্পাদক র‌ফিকুল ইসলাম র‌ফিক স্বাক্ষ‌রিত এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানানো হ‌য়।

এছাড়া এসব ইউনিটের আহ্বায়ক ক‌মি‌টি বা‌তিল করা হ‌য়।

‌গোপালগঞ্জ সদর থানা শাখার শ‌রিফুল ইসলাম শিকদারকে সভাপ‌তি ও মোল্লা র‌নি হোসেন কালুকে সাধারন সম্পাদক, সরকা‌রি বঙ্গবন্ধু কলেজ শাখায় এস এম দ্বীন ইসলামকে সভাপ‌তি ও নিউটন মোল্লাকে সাধারণ সম্পাদক এবং পৌর শাখায় ত‌রিকুল ইসলাম তারেককে সভাপ‌তি ও আতাউর রহমান পিয়ালকে সাধারণ সম্পাদকের দা‌য়িত্ব দেওয়া হ‌য়েছে।

বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
এমএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ