ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আ.লীগের কাউন্সিল উপলক্ষে ‘আলোকিত’ জামালপুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
আ.লীগের কাউন্সিল উপলক্ষে ‘আলোকিত’ জামালপুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল উপলক্ষে বিভিন্ন রঙের আলোয় আলোকিত হয়েছে জামালপুর শহরসহ প্রতিটি উপজেলা।

 

জেলার জামালপুর সদরসহ সরিষাবাড়ী, বকশীগঞ্জ, ইসলামপুর, দেওয়ারগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের আশে পাশের সব স্থাপনাগুলোতে করা হয়েছে আলোক সজ্জা।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত থেকেই জামালপুর সদরসহ সব উপজেলায় আলোক সজ্জার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও রাস্তার মোড়ে ও শহরে ব্যানার ও ফেস্টুনে ভরে গেছে।
 
শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে জামালপুর জেলার ১০৪ ডেলিগেটর ও ১০৪ কাউন্সিলর ও প্রতিটি উপজেলার প্রায় ৫ হাজার দলীয় নেতাকর্মী ঢাকায় যাবেন।
 
স্থানীয় উপজেলা ও জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সব অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ