ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

কাউন্সিলরদের অভ্যর্থনায় ছাত্রলীগ কর্মীরা

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
কাউন্সিলরদের অভ্যর্থনায় ছাত্রলীগ কর্মীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দিতে আসা নেতাকর্মীদের ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে ছাত্রলীগ।

শনিবার (২২ অক্টোবর) সকাল থেকেই সম্মেলনের প্রবেশগেটে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ছাত্রলীগ নেতাকর্মীরা শাহবাগ মোড়, টিএসসি,  দোয়েল চত্বর  শিক্ষা ভবন,  কেন্দ্রীয় খেলার মাঠসহ বিভিন্ন স্পটে অবস্থান নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বাংলানিউজকে বলেন,
সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা সম্মেলনের প্রবেশ পথে ফুল নিয়ে
অবস্থান করছেন।   আগত কাউন্সিলরদের ফুল দিয়ে সাদরে বরণ করে নিচ্ছে। পাশাপাশি তারা খাবার পানি, রাস্তার যানজট নিরসন ও কেউ অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
এসকেবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ