ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আ. লীগের সভাপতিমণ্ডলীতে সাত নতুন মুখ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
আ. লীগের সভাপতিমণ্ডলীতে সাত নতুন মুখ

ঢাকা: অবশেষে সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফের আওয়ামী লীগের সভাপতি এবং ওবায়দুল কাদেরকে নতুন সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

 

পাশাপাশি তিনটি পদ ফাঁকা রেখে ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর ১৪ সদস্যের নাম।

পদাধিকার বলে সভাপতি শেখ হাসিনা ও নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে বিবেচিত হবেন। সভাপতিমণ্ডলীতে সাতজনই নতুন মুখ হিসেবে এসেছেন, আর বহাল রয়েছেন সাতজন।


সভাপতিমণ্ডলীর সদস্য পদে বহাল রয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট সাহারা খাতুন, কাজী জাফর উল্লাহ ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। নতুন এসেছেন সৈয়দ আশরাফ‍ুল ইসলাম, নুরুল ইসলাম নাহিদ, কর্নেল (অব.) ফারুক খান, ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট আব্দুল মান্নান, রমেশ চন্দ্র ও পীষুষ কান্তি ভট্টাচার্য।


এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন মাহবুবুল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক এবং আব্দুর রহমান। এ পদে আব্দুর রহমান নতুন।

কোষাধ্যক্ষ পদে বহাল রয়েছেন বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান।


আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিন রোববার (২৩ অক্টোবর) বিকেলে ঘোষণা করা হয় এ কমিটি।


বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
আরআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ