ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

নবনির্বাচিত নেতাদের স্বাগত জানিয়ে বগুড়ায় আনন্দমিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
নবনির্বাচিত নেতাদের স্বাগত জানিয়ে বগুড়ায় আনন্দমিছিল

বগুড়া: বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাধারণ সম্পাদকসহ কমিটির নবনির্বাচিত নেতাদের স্বাগত জানিয়ে বগুড়ায় আনন্দমিছিল হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের সাতমাথা হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
 
মিছিলে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম বাপ্পী, যুগ্ম আহ্বায়ক নাসিমুল বারী নাসিম, যুবলীগ নেতা পৌরসভার কাউন্সিলর ইব্রাহিম হোসেন, শহর কৃষক লীগের আহ্বায়ক বজলুর রহমান বকুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা শহীদ হোসেন পাশা, আবু জাফরসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।    
 
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এমবিএইচ/জিপি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ