ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

যশোরে পীযুষ কান্তিকে বর্ণাঢ্য আয়োজনে বরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
যশোরে পীযুষ কান্তিকে বর্ণাঢ্য আয়োজনে বরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্যকে বর্ণাঢ্য আয়োজনে বরণ করেছেন যশোরের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় একটি বেসরকারি বিমানে নিজ জেলা যশোরে পৌঁছালে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা শেষে বিশাল মোটর শোভাযাত্রার মধ্যে দিয়ে তাকে নেওয়া হয় বঙ্গবন্ধু ম্যুরালে। ম্যুরালে জাতির পিতাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তিনি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন- যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার, কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক আবদুল মজিদ, জেলা কমিটির দপ্তর সম্পাদক মাহমুদ হাসান বিপু প্রমুখ।

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বাংলানিউজকে জানান, পীযুষ কান্তিকে কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য করায় শুধু নেতাকর্মীরা নয়, গোটা যশোরবাসীর মনে আনন্দের বন্যা বইছে। কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীতে স্থান পাওয়ার পর সর্বপ্রথম নিজ জেলায় আসলে বর্ণাঢ্য আয়োজনে তাকে বরণ করে নেওয়া হয়েছে। পরবর্তীতে আরও বৃহৎ পরিসরে পীযুষ কান্তি ভট্টাচার্যকে গণসংবর্ধনা দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ