ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

শৈলকুপা যুবলীগের সভাপতি-সম্পাদক বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
শৈলকুপা যুবলীগের সভাপতি-সম্পাদক বহিষ্কার

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা এবং সাধারণ সম্পাদক শামীম শিকদারকে দল থেকে বহিষ্কার করেছে যুবলীগ।

রোববার (৩০ অক্টোবর) রাতে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, গত ১৮ অক্টোবর সন্ধ্যায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জেলা আওয়ামী লীগের নেতা ও আবাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুক্তার আহম্মেদ মৃধা ও তার ছেলে মোরশেদ মৃধাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা।

পরে ওই ঘটনায় উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক শামীম শিকদারের জড়িত থাকার প্রমাণ মেলে। এতে রোববার ‍তাদের দল থেকে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ