ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ফরিদপুরে আব্দুর রহমানের সংবর্ধনা ১২ নভেম্বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
ফরিদপুরে আব্দুর রহমানের সংবর্ধনা ১২ নভেম্বর

ফরিদপুর: ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আগামী ১২ নভেম্বর তাকে নাগরিক গণসংবর্ধনা দেওয়া হবে।

 

আব্দুর রহমানের নির্বাচনী এলাকা মধুখালী উপজেলার ঈদগাঁহ মাঠে আওয়ামী লীগের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু আব্দুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক করায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভায় আব্দুর রহমানকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। সংবর্ধনা শেষে দেশের বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা ও ফরিদপুরের বিভিন্ন এলাকার প্রায় ৫০ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এ বিশাল আয়োজন সফল করতে সব ধরনের প্রস্তুতি শুরু হয়ে গেছে বলেও জানান রেজাউল হক বকু।  

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬

এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ