ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহী যাচ্ছেন বুধবার রাতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহী যাচ্ছেন বুধবার রাতে

রাজশাহী: দুই দিনের সরকারি সফরে বুধবার (০২ নভেম্বর) রাতে রাজশাহী যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। দুপুরে সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রতিমন্ত্রী পরদিন বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সকালে জেলহত্যা দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোক পদযাত্রায় অংশ নেবেন।

শোক পদযাত্রাটি মহানগরীর গণকপাড়া মোড় থেকে নিউমার্কেট হয়ে শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামানের সমাধিস্থলে গিয়ে শেষ হবে। সেখানে সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। পরে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করবেন। বিকেলে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ছাড়বেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এসএস/ওএইচ/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ