ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলার আবেদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলার আবেদন

মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের বিরুদ্ধে ঢাকা একটি আদালতে মানহানির মামলার আবেদন করা হয়েছে।

ঢাকা: মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের বিরুদ্ধে ঢাকা একটি আদালতে মানহানির মামলার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (০৮ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সদস্য ও সুপ্রিমকোর্টের আইনজীবী আমিলুন ইসলাম এ আবেদন করেন।

বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ১৪ নভেম্বর আদেশের জন্য দিন ধার্য করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদ।

গত ৭ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় এক সংবাদ সম্মেলনে সায়েদুল হক বলেন, উপজেলার হরিপুর ও গোকর্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি  ওবায়দুর মোক্তাদির চৌধুরী ও সাধারণ সম্পাদক আল মামুন সরকার টাকার বিনিময়ে প্রার্থিতা দিয়েছেন।

মন্ত্রীর এ ধরনের বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হওয়া জেলা আওয়ামী লীগের মানহানি ঘটে। তাই, বাদী আওয়ামী লীগের সদস্য হওয়া তারও মানহানি হয়েছে বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এমআই/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ