ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

চুয়াডাঙ্গায় জালিয়াতি মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
চুয়াডাঙ্গায় জালিয়াতি মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

হাইকোর্টের দুই বিচারপতির স্বাক্ষর জালের মামলায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সদস্য শুকুর আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা: হাইকোর্টের দুই বিচারপতির স্বাক্ষর জালের মামলায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সদস্য শুকুর আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৩ নভেম্বর) ভোরে সদর উপজেলার তিতুদাহ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে।

পুলিশ জানায়, শুকুর আলীর আবেদনের কারণে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন গত ১৫ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত শহরের গড়াইটুপি মেলা পরিচালনার অনুমতি দেয়। কিন্তু মেলায় অশ্লীল নৃত্য ও জুয়ার কারণে মুক্তিযোদ্ধাদের আবেদনের ফলে মেলা বন্ধের নির্দেশ দেয় জেলা প্রশাসন।

পরে গত ৯ আগস্ট মেলার শেষ দিনে ইজারাদার শুকুর আলী হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও হাবিবুল গণির স্বাক্ষর জাল করে একটি ভুয়া পিটিশন আদেশ তৈরি করে সদর থানায় জমা দেন। ভুয়া ওই আদেশে মেলা আরো দুই মাস পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

এরপর বিচারপতির স্বাক্ষর জালিয়াতির ঘটনা জানাজ‍ানি হলে পুলিশ আওয়ামী লীগ নেতা শুকুর আলীসহ অজ্ঞাতপরিচয় আরো ৫০ জনের নামে মামলা করে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ