ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

রাঙামাটিতে দীপংকর তালুকদারকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
রাঙামাটিতে দীপংকর তালুকদারকে সংবর্ধনা ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে গণ সংবর্ধনা দিয়েছে জেলা আওয়ামী লীগ।

রাঙামাটি: রাঙামটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে গণ সংবর্ধনা দিয়েছে জেলা আওয়ামী লীগ।

আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় রোববার (১৩ নভেম্বর) সকালে শহরের জিমনেসিয়াম চত্বরে ত‍াকে এ সংবর্ধনা দেওয়া হয়।

জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী কামাল উদ্দীনের সভাতিত্বে সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, যুগ্ম সম্পাদক জসিম উদ্দীন বাবুল, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দীন এবং পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ