ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

জেলা পরিষদ নির্বাচনে আবেদন জমা দিলেন অ্যাড: খোকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
জেলা পরিষদ নির্বাচনে আবেদন জমা দিলেন অ্যাড: খোকা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঘনিয়ে আসা ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবেদনপত্র জমা দিয়েছেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।

ময়মনসিংহ: ঘনিয়ে আসা ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবেদনপত্র জমা দিয়েছেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।

 

বুধবার (১৬ নভেম্বর) বিকেলে ঢাকায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে তিনি আবেদনপত্র জমা দেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, অ্যাডভোকেট মোসলেম উদ্দিন এমপি, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, শরীফ আহমেদ এমপি, আনোয়ারুল আবেদিন তুহিন এমপি, জেলা আওয়ামী লীগের কাউন্সিলর ও এফবিসিসিআই পরিচালক আমিনুল হক শামীম, ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, ফুলবাড়িয়া পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া, জেলা আওয়ামী লীগ নেতা আহাম্মদ আলী আকন্দ, কাজী আজাদ জাহান শামীম, শওকত জাহান মুকুল, দুলাল ভূইয়া, মোস্তফা মামুনুর রায়হান অসিম, হুমায়ুন কবির হিমেল, যুবলীগ নেতা আখেরুল ইমাম সোহাগসহ বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এমএএএ/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ