ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

রায়পুরে আ.লীগের যুব ও ক্রীড়া সম্পাদককে সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
রায়পুরে আ.লীগের যুব ও ক্রীড়া সম্পাদককে সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদকে লক্ষ্মীপুরের রায়পুরে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদকে লক্ষ্মীপুরের রায়পুরে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রায়পুর মার্চেন্টস্ একাডেমি মাঠে রায়পুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ যৌথভাবে এ সংবর্ধনার আয়োজন করে।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ। রায়পুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-৪ (রামগতি) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল মামুন, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান, তরিকত ফেডারেশনের মহাসচিব লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল, চাঁদপুরের ফরিদগঞ্জের সংসদ সদস্য মোহাম্মদ শামছুল হক ভূইয়া, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য সামছুল ইসলাম পাটোয়ারী, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ্, আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম, মনির চৌধুরী, রাসেল মাহমুদ মাহমুদ মান্না ও নজরুল ইসলাম ভুলু প্রমুখ।

শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

বাংলাদেশ সময়: ০২০৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ