ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

জেলাপরিষদ নির্বাচনে সাভারে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
জেলাপরিষদ নির্বাচনে সাভারে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ২

আসন্ন ঢাকা জেলাপরিষদ নির্বাচনে সাভার থেকে আওয়ামী লীগের দু’জন প্রার্থী শুক্রবার (১৮ নভেম্বর) রাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সাভার (ঢাকা): আসন্ন ঢাকা জেলাপরিষদ নির্বাচনে সাভার থেকে আওয়ামী লীগের দু’জন প্রার্থী শুক্রবার (১৮ নভেম্বর) রাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

মনোনয়নপত্র জমা দিয়েছেন- বর্তমান ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা ও ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী মাসুদ।

ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমানকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা।

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে দুই মনোনয়ন প্রত্যাশী বাংলানিউজকে বিষয়টি জানান।

দু’জনই চূড়ান্ত মনোনয়নের ব্যাপারে আশাবাদী।

আগামী ২৮ ডিসেম্বর (বুধবার) ঢাকা জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ