ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

২০১৮ সালের শেষে নির্বাচনের সম্ভাবনা, বললেন মুহিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
২০১৮ সালের শেষে নির্বাচনের সম্ভাবনা, বললেন মুহিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগামী ২০১৮ সালের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার (২০ নভেম্বর) দুপুরে সিলেট পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরের সমাবেশস্থল আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন শেষে তিনি একথা জানান।

সিলেট: আগামী ২০১৮ সালের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

রোববার (২০ নভেম্বর) দুপুরে সিলেট পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরের সমাবেশস্থল আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন শেষে তিনি একথা জানান।

বুধবার (২৩ নভেম্বর) এ মাঠে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে যোগ দেবেন শেখ হাসিনা।

অর্থমন্ত্রী বলেন, ডিসেম্বরে জ্বালানি তেলের দাম আরেক দফা কমানোর সিদ্ধান্ত  নেওয়া হবে। তবে জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে কিছু সমস্যা আছে।  এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা হবে।  

তিনি বলেন, ২০১৮ সালের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বুধবারের সমাবেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী নির্বাচনেরই প্রস্তুতি।

‌এসময় অর্থমন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এনইউ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ